Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

সিটিজেন চার্টার

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা

     ‹‹প্রশিক্ষণ কর্মসূচীঃ

       শিক্ষিত বেকার যুব ও যুব নারীদের নিম্নোক্ত বিভিন্ন বিষয়ে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয়।


১. গাভী পালন

২. গরু মোটাতাজাকরণ

৩. ছাগল পালন

৪. পারিবারিক হাঁস-মুরগী পালন

৫. মৎস্য চাষ

৬. নার্সারি

৭. পারিবারিক সবজি চাষ

৮. বাটিক

৯. ব্লক প্রিন্টিং প্রশিক্ষণ


এছাড়াও স্থানীয় চাহিদা ভিত্তিক যেকোন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়।

 প্রশিক্ষণ সংক্রান্ত প্রয়োজনী কাগজপত্র:

১. আবেদন পত্র।

২. আবেদনকারীর ২ (দুই) কপি স্ট্যাম্প সাইজের  ছবি।

৩. কাউন্সিলর/ ইউ.পি. চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্রের সত্যায়িত কপি।

৪. ন্যূনতম অষ্টম শ্রেণী পাশের শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি।

৫. বয়স প্রমানের জন্য জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি।

 

 ‹‹ ঋন বিতরণ কর্মসূচীঃ

ক) প্রাতিষ্ঠানিক ঋণ:

১ম দফা সর্বোচ্চ ১,৫০,০০০/-

২য় দফা সর্বোচ্চ ২,০০,০০০/-

সেবা প্রদানের সময়: ২১-৩০দিন।

খ) অপ্রাতিষ্ঠানিক ঋণ

১ম দফা সর্বোচ্চ ১,০০,০০০/-

২য় দফা সর্বোচ্চ ১,৫০,০০০/-

সেবা প্রদানের সময়: ১৫-২৫ দিন

    গ) উদ্যোক্তা ঋণঃ প্রকল্পের উপর ভিত্তি করে সর্বোচ্চ ৫,০০,০০০/- পর্যন্ত উদ্যোক্তা ঋণ প্রদান করা হয়ে থাকে।

          সেবা প্রদানের   সময়: ২১-৩০দিন।

  বিতরণকৃত ঋণের পরিমাণের উপর ভিত্তি করে সর্বোচ্চ ০৬ মাস গ্রেস পিরিয়ড প্রদান করা হয়। ২৪ মাস থেকে ৪৮ মাসের মাসিক কিস্তিতে পরিশোধযোগ্য।

‹‹ যুব সংগঠন/ যুব ক্লাব সমূহ যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধন করা।

সেবা প্রদানের সময়ঃ ৩০-৪৫ দিন।


‹‹ সফল আত্মকর্মীকে প্রতি বছর যুব পুরস্কার প্রদান করা হয়।

সেবা প্রদানের সময়: প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক।


‹‹যুব উন্নয়ন অধিদপ্তর ক র্তৃক শ্রেষ্ঠ যুব সংগঠনের মাঝে অনুদান প্রদান করা হয়।

সেবা প্রদানের সময়: প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক।


যোগাযোগঃ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ০১৭৩১২২৪৭৭৬